আলু, পেঁয়াজের দাম কমাতে কড়া সিদ্ধান্ত রাজ্যের
কলকাতা: আলু, পেঁয়াজের দাম কমাতে এবার করা সিদ্ধান্ত রাজ্যের। প্রতিদিনে যে পরিমান লাগামছারা হারে সব্জির দাম বাড়ছিল সেই দামকেই নিয়ন্ত্রন করতে এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার।
আজ বৃহস্পতিবার শহরের প্রধান বাজারগুলিতে ইবি-র আধিকারিকরা হানা দিয়েছেন। তারা খুচরো দামের সঙ্গে পাইকারি দামের তফাত নিয়ে আলোচনা করেছেন।
মনে করা হচ্ছে, এবার এই পদক্ষেপে কমতে পারে আলু, পেঁয়াজের দাম।