টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনে রাজ্য, সজাগ ৮০০০ পুলিশকর্মী

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনে রাজ্য, সজাগ ৮০০০ পুলিশকর্মী

কলকাতা: গত ১ জুন থেকে শুরু হয়েছিল আনলক ওয়ান পর্ব। তারপর থেকে এই প্রথম টানা ৪৮ ঘণ্টার লকডাউন রাজ্যে। ২০ ও ২১ অগাস্ট, বৃহস্পতি ও শুক্রবার টানা লকডাউন গোটা রাজ্য জুড়ে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

লকডাউনের এই দু-দিন মানুষকে ঘরে রাখতে বিশেষ পরিকল্পনা করেছে পুলিশ প্রশাসন। দুই শিফটে লকডাউন জারি রাখার জন্য ব্যবস্থা করেছে লালবাজার।

এই দু-দিন লকডাউন জারি রাখতে দিন ও রাতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকালের পিক আওয়ারে প্রতি পুলিশ স্টেশনে ৩০-৪৫ জন কর্মী মজুত থাকবেন। এর পাশাপাশি থাকবেন ট্র্যাফিক পুলিশের কর্মীরাও। এরা ২৮টি ভিন্ন ভিন্ন পয়েন্টে নাকা চেকিং করবেন।

রাতে প্রতি পুলিশ স্টেশনে মোতায়েন থাকবেন ২৫ জন কর্মী। লকডাউন বজায় রাখতে মোট কর্মরত রয়েছেন ৮০০০ পুলিশকর্মী। এর আগের লকডাউনগুলিতেও এই সংখ্যক পুলিশকর্মীই দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

বৃহস্পতি ও শুক্রবার লকডাউন। সেই কারণে বুধবার বিকেল থেকেই বাজারগুলিতে ভিড় বেশি দেখা যায়। দু-দিনের লকডাউন শুরুর আগে অনেকেই জরুরি জিনিসপত্র কিনতে ঘরে মজুত করেন।

লকডাউনের নিয়ম ভাঙার জন্য সোমবারই ১৬২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঠিকভাবে মাস্ক না পরার জন্য ব্যবস্থা নেওয়া হয় ৪২৭ জনের বিরুদ্ধে। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল যথাক্রমে ১৪০ ও ৩৬৫।

বুধবার লকডাউনের নিয়ম ভাঙার জন্য পুলিশ আটক করে পুলিশ আটক করে ১৩৯ জনকে এবং মাস্ক না পরে বাইরে বেরনোর জন্য ব্যবস্থা নেওয়া হয় ৩৮২ জনের বিরুদ্ধে। আটক করা হয় ১৬টি গাড়ি।

কলকাতা পুলিশের এক অফিসার জানান, ‘পুলিশ যে কড়া ভাবে লকডাউন নিয়মের পালন করছে, সেই বার্তা দিতেই লকডাউনের আগে থেকেই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’ এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাঁদের বাইরে বেরোতে হলে আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment