আগামী মঙ্গলবার ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দির
কলকাতা: আগামী মঙ্গলবার ২৩শে জুন রথযাত্রার দিন খুলতে চলেছে তারাপীঠ মন্দির। শনিবার মন্দির কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয় সমস্ত রকমের স্বাস্থ্য সুরক্ষা নিয়ম বিধি মেনে খোলা হবে মন্দির। সঙ্গে সঙ্গে সমস্ত মন্দির করা হবে স্যানিটাইজ। মন্দিরের প্রবেশপথে রাখা হবে স্যানিটাইজার টানেল।
পূর্বে ১৬ই জুন মন্দির খোলার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয় তা রথের দিন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, মন্দির খুললেও যে পর্যটকদের আনাগোনা কতটা হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হোটেল মালিক এবং দোকানদাররা
প্রতিটি হোটেলেই শরীরের তাপমাত্রা মাপার পাশাপাশি মাক্স পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।