একসপ্তাহে তৃতীয় হামলা, প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলি খেলেন বিজেপি নেতা
কাশ্মীর: রবিবার অর্থাৎ আজ সকালে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় গুরুতর জখম হলেন কাশ্মীরের এক বিজেপি নেতা। বিজেপি নেতাদের নিশানা করে বিগত একসপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা। হামলার এই ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বুদগমে। আক্রান্ত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ বিজেপি নেতার নাম আব্দুল হামিদ নাজার (৩৮)। বাড়ি বুদগমের মোহিন্দপোরায়। রবিবার ভোরে রোজের মতোই প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন।
এরপর বাড়ির অদূরে ওমপোরা এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। পুলিশের দাবি, সশস্ত্র জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। আক্রান্ত নেতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশ্মীরে বিগত এক মাসের মধ্যে বিজেপি নেতাদের উপর এটি চতুর্থ হামলার ঘটনা।