বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু তৃণমূলের
মালদা: মালদা জেলার সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন হয়ে গেল মঙ্গলবার রতুয়া ১ নং ব্লকের সামসি নিয়ন্ত্রিত বাজার সমিতি হলঘরে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে মালদা জেলার প্রতিটি আসনে তৃণমূল কর্মীরা কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই সমস্ত ব্যাপারে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মালদা জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন।
এছাড়াও ছিলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন, রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলু হক সহ সংগঠনের নেতাকর্মীরা।