বাকি চার দফা ভোট একই দিনে করার আর্জি জানাবে তৃণমূল

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতাঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে ৷ আজই করোনায় মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ সূত্রের খবর,এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে চার দফার বদলে এক দফাতেই বাকি বিধানসভাগুলির ভোট করানোর প্রস্তাব দেবে তৃণমূল।শুক্রবারই সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ সেই বৈঠকেই দফা কাটছাঁট করার জন্য এই প্রস্তাব দেবে রাজ্যের শাসক দল৷

রাজ্যে আট দফায় নির্বাচন হচ্ছে, যেটা নিয়ে প্রথম থেকেই  বিরোধিতা করেছিল তৃণমূল৷ ইতিমধ্যেই চার দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। করোনার এই বাড়বাড়ন্তে পঞ্চম দফা সহ বাকি চার দফার ভোটই একদিনে করাক কমিশন,এমনই দাবি জানাবে তৃণমূল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবারের বিধানসভা ভোটের সামশেরগঞ্জ কেন্দ্রের  কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের৷ এছাড়াও বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের কাছে এখন বড় চ্যালেঞ্জ৷

বর্তমানে প্রায় প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ বুধবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে ভোট প্রচার, করোনা বৃদ্ধির অন্যতম কারন ৷

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment