মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জারি করল পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গ: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকের কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এমনই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া জানানো হয়েছে কেবলমাত্র সে ব্লকের অধীনে যে গ্রামগুলি রয়েছে সেখানকার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। বাইরের কেউ পারবেন না।
এই আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। চলতি বছরের পয়লা জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ এর মধ্যে। যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ কিছু ছাড় দেয়া থাকবে।
আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। আবেদনপত্রটি জেলার পরিবারকল্যাণমন্ত্রক থেকে নিয়ে নিজের ব্লক অফিসে জমা করতে হবে, পদ্ধতি হবে সম্পূর্ণ অফলাইনে।
আবেদনের শেষ তারিখ ২৭/০৭/২০২০
আবেদন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানার ওয়েবসাইটটি হল
http://s24pgs.gov.in/s24p/