অহংকারেই বদলে গেল ভাগ্যের চাকা, ফের স্টেশনেই ফিরলেন রানাঘাটের রাণু

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অহংকারেই বদলে গেল ভাগ্যের চাকা, ফের স্টেশনেই ফিরলেন রানাঘাটের রাণু

রানাঘাট:অহংকারই পতনের মূল কারন। এইকথা কে না জানে। তবে এবার এই জানা কথাই হাতে না হাতে প্রমানিত হল। রানাঘাট স্টেশন থেকেই তাঁর উত্থান ৷ এরপর বলিউডে পাড়ি ৷ রাতারাতি জীবনটাই পাল্টে গিয়েছিল তাঁর ৷ কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না ৷ সেই আবার স্টেশনেই ফিরে আসতে হল ‘সিংগিং সেনসেশন’ রাণু মন্ডলকে ৷

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

স্টারডম বেশিদিন উপভোগ করতে পারলেন না রানাঘাটের রাণু মণ্ডল৷ বাস্তবের মাটি থেকে আকাশে, আবার আকাশ থেকে বাস্তবের মাটিতে। জানা যাচ্ছে, সেই পুরনো দিনের মতোই এখন রোজ দু’বেলা পেট ভরে দু’মুঠো ভাত খেতেই কালঘাম ছুটছে তাঁর।

রানাঘাটের স্টেশন থেকে যেন হঠাৎ করেই বলিউডের আকাশে উঠে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক তরুণের করা তাঁর গানের পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় ৷ তারপরেই বলিউডে পাড়ি দেন রাণু ৷

হিমেশ রেশমিয়ার সৌজন্যে একটি সিনেমায় প্লে ব্যাকের সুযোগও পেয়ে যান তিনি ৷ ‘তেরি মেরি…’ গানটি সুপার-ডুপার হিট হয় ৷ কিন্তু কোথায় কী ! সুখ স্থায়ী হল না বেশিদিন ৷

স্পটলাইট রাণুর উপরেই ছিল। কিন্তু তখনই ছন্দপতন। হঠাৎই যেমন সেলিব্রিটি হওয়ার সুযোগ পেয়েছিলেন রাণু মণ্ডল, আবার সেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে একেবারে মুছেই গেলেন তিনি। তার কারণ হিসেবে অনেকেই বলছেন, তাঁর দাম্ভিক আচরণই এর জন্যে দায়ী।

সামান্য বিখ্যাত হতেই নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেন রাণু ৷ অবশেষে ফিরতে হল সেই স্টেশন চত্বরেই৷ জীবন চালাতে হচ্ছে আবার আগের মতো মানুষের দয়া-দাক্ষিণ্যে ৷

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment