সরকারি বিধি নিষেধ মেনে আজ থেকে খুলছে চিড়িয়াখানা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সরকারি বিধি নিষেধ মেনে আজ থেকে খুলছে চিড়িয়াখানা

কলকাতা: ৬ মাস ১৪ দিন! ভাবা যায়? হ্যাঁ পরিস্তিতি স্বাভাবিক নাহলে ভাবতে হয় বৈকি। আজ, শুক্রবার থেকে খুলছে চিড়িয়াখানার দরজা। করোনা পর্বে এতদিন বন্ধ থাকার পর কলকাতায় আলিপুর চিড়িয়াখানা সহ রাজ্যের সবকটি চিড়িয়াখানাই আমজনতার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে প্রবেশ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশিকা টাঙিয়ে দিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ভিতরে মাস্ক ব্যবহার করা আবশ্যক। কেউ মাস্ক না পরে এলে তাঁকে হয় চিড়িয়াখানার কাউন্টার, না হয় বাইরে থেকে মাস্ক কিনে তবে ঢুকতে হবে।

এছাড়াও ছোঁয়াচ অনলাইনেই টিকিট কাটতে হবে দর্শকদের। eZoo Kolkata, মোবাইলের এই অ্যাপ থেকেই কাটা যাবে টিকিট। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ১০ বছরের নীচে এবং ৬০ বছরের ঊর্ধ্বে পর্যটকদের করোনা সম্পর্কিত সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।

অনলাইন টিকিটের জন্য যে নির্দিষ্ট গেট করা হয়েছে, সেখান দিয়েই প্রবেশ করতে পারবেন দর্শকরা। অন্য কোনও গেটে প্রবেশাধিকার থাকছে না। গেট দিয়ে ঢোকার পর স্যানিটেশন টানেলের মধ্যে দিয়ে যেতে হবে দর্শকদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধ, পর্যটকরা যেন পশুপাখিদের খাঁচায় অথবা ব্যারিকেডে হাত না দেন। একই কারণে তিনজনের বসার বেঞ্চগুলিতে দু’জন করে বসার আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির নিরিখে আলিপুর চিড়িয়াখানায় দিনে পাঁচ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন। ওই সংখ্যক ই-টিকিট বিক্রি হয়ে গেলে সেইদিন আর ই-টিকিট ইস্যু করা হবে না।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment