রাতের অন্ধকারে মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়
চাঁচল : পর পর দুটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে পর পর দুটি মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের পাহাড়পুর এলাকায়।
জানা গিয়েছে, চাঁচলের পাহাড়পুর এলাকার কালি তলা মোড়ে রয়েছে একটি কালি মন্দির ও একটি শিব মন্দির। সোমবার সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।তারপর তিনি মন্দিরের ভিতরে ঢুকে দেখেন সমস্ত এলোমেলো।পুজোর বাসনপত্র,মন্দিরের উপর ঝুলানো একটি বড় ঘন্টা ও দান বাক্স ভেঙে সমস্ত টাকা-পয়সা চুরি করে পালাই চোরেরা।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বহু প্রাচীন এই মন্দিরগুলি। প্রতিদিন পূজা অর্চনা হয়। কিন্তু এইভাবে চুরির ঘটনা সামনে আসছে রীতিমতো এলাকায় চাঞ্চল্য রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় দিন কয়েক আগে টোটোর ব্যাটারি চুরি হয়েছে। পরপর চুরির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে পাহাড়পুর কালিতলা এলাকার বাসিন্দারা। তাই প্রশাসনের কাছে এলাকায় পুলিশ নজরদারির আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে মন্দির কর্তৃপক্ষ চাচল থানার পুলিশের দ্বারস্থ হয়েও এই চুরির ঘটনার উপযুক্ত ব্যবস্থা দাবি করবেন বলে জানিয়েছেন তাঁরা।