লড়াই ২৪ ডেস্ক: লোকাল ট্রেনের টিকিট কাটতে অনেকেই দাঁড়িয়ে থাকেন টিকিট কাউন্টারে। কেউ কেউ আবার অসংরক্ষিত টিকিট কাটার ইউটিএস অ্যাপটি ব্যবহার করেন। এতদিন এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে একমাত্র ভরসা ছিল ইংরেজি ভাষা। তবে এখন থেকে নিশ্চিন্ত হতে পারে হিন্দিভাষীরা। রেল সূত্রে জানা গিয়েছে, “ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও টিকিট কাটতে পাড়া যাবে। এবং এটাই শেষ নয়, পরবর্তীকালে আরও অনেক ভারতীয় ভাষা এই অ্যাপটিতে যুক্ত হতে চলেছে।”
read more………………..নয়া ফিচার হোয়াটসঅ্যাপে, মাল্টি ডিভাইস সাপোর্ট ও ম্যাসেজ রিঅ্যাকশন সহ একাধিক, জেনে নিন বিস্তারিত
এতদিন শুধুমাত্র ইংরেজি ভাষায় হওয়ায় বেশ অসুবিধার মুখে পড়তে হত বহু অংশের যাত্রীদের। রেল মনে করছে, এ বার আরও অনেক যাত্রী ইউটিএস অ্যাপ ব্যবহারে আগ্রহী হবেন। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে শর্তসাপেক্ষে কিছুটা আর্থিক সুবিধাও পান যাত্রীরা। সেই সব সুবিধাও পাবেন যাঁরা হিন্দি ভাষা ব্যবহারে বেশি স্বচ্ছন্দ। এই করোনা পরিস্থিতিতে রেল চাইছে যেন অধিকাংশ যাত্রীই এই অ্যাপ ব্যবহার করে। রেলের দাবি, এখনই প্রায় দেড় কোটি যাত্রী নিজেদের মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছেন।
করোনা পরিস্থিতি এই অ্যাপ ব্যবহারের পিছনে রেল কতৃপক্ষ মোট তিনটি কারণ স্পষ্ট করছে। প্রথমত, এই পদ্ধতিতে যাত্রীদের নগদ টাকায় টিকিট কাটতে হয় না। দ্বিতীয়ত, যাত্রীদের লাইনে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয়না। তৃতীয়ত, যাত্রীরা নিজেদের সুবিধা মতো বাড়ি থেকে অথবা স্টেশনে আসার পথেই টিকিট কেটে নিতে পারে।
পাশপাশি এই অ্যাপ ব্যবহার করে টিকিট কাটলে কাগজের ঝামেলা থাকে না। ট্রেনে বা স্টেশনে টিকিট পরিক্ষককে সহজেই মোবাইল অ্যাপ মাধ্যমে টিকিট দেখিয়ে দেওয়া যায়। যে কোনও রকম ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেট এবং রেল ওয়ালেট ব্যবহার করে নগদ লেনদেন ছাড়াই টিকিট কাটা যায়।