পালিয়েও লাভ হল না, অবশেষে ধরা পড়ল সুপারি কিলার
শিলিগুড়ি: পালিয়ে বাঁচার চেষ্টা করলেও, শেষরক্ষা হল না আর। শেষমেশ পুলিশের জালে ধড়া পড়ল বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব। বিহার পুলিশ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার যৌথ উদ্যোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পাটনায় নিয়ে যাওয়া হবে।
জানা গিয়েছে, বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব পেশায় ট্রাকের খালাসি। বিহারের পাটনার বাসিন্দা সে। পুলিশ সূত্রে খবর, খালাসির পেশায় যুক্ত থাকার পাশাপাশি টাকার বিনিময়ে খুন করা তার অন্য পেশা ছিল।
তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল বিহার পুলিশ৷ যদিও সে গা ঢাকা দিয়েছিল সে, তবুও ধরা পরেই গেল শিলিগুড়ি শহর সংলগ্ন গোড়া মোড় এলাকায়৷
খবর পেয়েই বিহার পুলিশ যোগাযোগ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে। এরপরই শিলিগুড়িতে যায় বিহার পুলিশের তদন্তকারী দল। বুধবার রাতে চলা যৌথ অভিযানে গ্রেফতার করা হয় সুপারি কিলার উদয় যাদবকে।