দেশে এই প্রথম, করোনা নিয়েই জন্মাল সদ্যজাত
নয়াদিল্লি: করোনা থেকে সবে সেরে ওঠা এক প্রসূতির সদ্যোজাত শিশুও করোনায় আক্রান্ত হল। ঘটনাটি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের। দেশে এমন ঘটনা এই প্রথম বলে হাসপাতালের দাবি।
চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করল, গর্ভে থাকা অবস্থাতেও মায়ের থেকে করোনায় সংক্রমিত হতে পারে শিশু।
রামমনোহর লোহিয়া হাসপাতালের ‘নিওনেটাল ডিজিজেজ’ বিভাগের সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী জানিয়েছেন, গর্ভাবস্থায় মা করোনায় সংক্রমিত হয়েছিলেন।
কিন্তু যখন তিনি শিশুর জন্ম দেন, তখন তিনি সেরে উঠেছিলেন। জন্মের ৬ ঘণ্টা পর সদ্যোজাতের রক্ত নমুনা পরীক্ষায় পাঠানোর পর দেখা যায়, শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে
ডাক্তারের দাবি, করোনা থেকে সেরে ওঠা কোনও মায়ের সদ্যোজাতের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দেশে এই প্রথম ঘটল।
এছাড়া তিনি এও বলেছেন চিনে সাম্প্রতিক একটি গবেষণা বলেছিল, প্রসূতির গর্ভে থাকা অবস্থায় ভ্রুণও সংক্রমিত হতে পারে সার্স-কোভ-২ ভাইরাসে। কিন্তু এত দিন এর সমর্থনে কোনও প্রমাণ মেলেনি। এ বার তা মিলল।
তবে, শিশুটির শরীরে করোনা সংক্রমণের মাত্রা যথেষ্ট। আপাতত শিশুটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।