ভয়ানক ক্ষতিকর করোনার এই নতুন স্ট্রেন, দ্রুত সংক্রমনের ক্ষমতা রাখে এই নতুন ভাইরাস
ফের করোনার নতুন স্ট্রেন-এর হদিশ মিলল। ব্রিটেনের দুই রোগী ওই স্ট্রেন-এ আক্রান্ত হয়েছেন। গবেষকদের দাবি, নতুন এই স্ট্রেন সাধারণ নোভেল করোনা ভাইরাসের থেকে আরও দ্রুত সংক্রমণের ক্ষমতা ধরে।
গবেষকরা বলছেন, নতুন ওই স্ট্রেনের উত্স দক্ষিণ আফ্রিকা। ব্রিটেনে সম্প্রতি যে করোনা স্ট্রেন মিলেছে, তার থেকে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন অনেক বেশি শক্তিশালী। অল্প বয়সীদের ক্ষেত্রে নতুন এই স্ট্রেনের বিপদ আরও বেশি। যাঁরা ইতিমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, তাঁরাও নতুন স্ট্রেনে আক্রান্ত হতে পারেন।
শুধু তাই নয়, এখন যে সব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, তা ওই স্ট্রেনকে খুব একটা কাবু করতে পারেনি বলে গবেষণায় দেখা গিয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার নতুন এই করোনা ভাইরাসের স্ট্রেন নিয়ে গবেষণা চলছে। এর সঙ্গে ব্রিটেনে যে স্ট্রেন মিলেছে. তার কী তফাত রয়েছে, তাও খতিয়ে দেখছেন গবেষকরা।