এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুড়লো নতুন পালক
কলকাতা : কেন্দ্রীয় মন্ত্রী সভায় এবার মহাকাশ গবেষণা নিয়ে বেসরকারি সংস্থাকেও কাজ করার ছাড় পত্র দিল ।
যার ফলে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের মুকুটে নতুন পালক যোগ হল ।
এই ছাড়পত্রের ফলে তারা এবার ইসরোর ( ISRO) সঙ্গে কাজ করতে পারবে। ইসরোর নেতৃত্বেই মহাকাশ গবেষণা ও পরিকাঠামো উন্নয়নে কাজ করবে।
যাদবপুরের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ অমিতাভ গুপ্ত কাজ করছেন এতে।
সায়ন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে,” লান্ডারের সুক্ষ ও ইলেক্ট্রনিক্স বিভাগে যাতে কোনো সমস্যা না হয় , লান্ডার যাতে সফল ভ্যানে ল্যান্ডিং করে তার জন্য লাজ করছি আমরা ” ।
তবে, শুধু চন্দ্রাভিজান নয় অন্যান্য গ্রহ মহাকাশে ল্যান্ডিং এর ক্ষেত্রেও তাঁরা কাজ করবেন। যাদবপুরের গবেষকরা যে মডেল বানাবে ইসরোর ইঞ্জিনিয়াররা সেটাই বাস্তবায়ন করবে।