এবার বাংলাতে সবধরণের মদ বিক্রির অনুমতি পেল Amazon
কলকাতা: এবার ই-কমার্সের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে, পছন্দের মদ। দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউন শুরু হতেই, নিষিদ্ধ হয়ে যায় সব রকমের মদের বিক্রি।
তারপর দফায় দফায় লকডাউন বেড়ে চলায়, শেষে রীতিমত হাহাকার পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। শুরু হয়ে যায় ব্যাপকহারে মদের চোরাচালান। একটা সময় লকডাউন শিথিল হতেই একাধিক শহরে খোলা হয় মোদের দোকান।
তবে প্রথম দিকে বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে হিমশিম খেতে হয়েছিল পুলিশবাহিনীকে। তা ঠেকাতে পরে শুরু হয় মদের হোম ডেলিভারী।
তবে, এবার দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলাতেই সব রকমের মদের ডেলিভারী করবে Amazon। এই অনুমতি দেয়, রাজ্যের বেভারেজ করপোরেশন লিমিটেড। এছাড়াও রাজ্যে অনুমতি পেয়েছে কলকাতার আরও দুটি সংস্থা।
একটি হল সেনরিসা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড এবং অপরটি হল গোল্ডেন গোয়েঙ্কা প্রাইভেট লিমিটেড।
অন্যদিকে ব্যাঙ্গালুরুতে একই অনুমতি পেয়েছে বিগ বাস্কেটও।