পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে এবার বিশেষ বিমানের ব্যবস্থা করলেন বিগবি
মুম্বাই: দেশজুড়ে আটকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে এগিয়ে আসছেন একের পর তারকা। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকসহ দেশবাসীর কাছে বলিউডের ভিলেন আর বাস্তবের হিরো সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে সংবাদের শিরোনামে চর্চার বিষয়। সেই তালিকায় আবারও নিজেকে যুক্ত করলেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব জানিয়েছেন, আসলে অমিতাভ বচ্চন চান না, ট্রেন বাতিল হওয়ায় আশাহত হোক পরিযায়ী শ্রমিকেরা ৷ আর সেই কারণেই বিশেষ দুটি বিমানের ব্যবস্থা করেছেন অমিতাভ ৷
জানা যাচ্ছে, এই দুটি বিমানে ফিরে পাঠানো হবে এলাহাবাদ, বারানসি ও গরক্ষপুরের শ্রমিকদের। আজ অর্থ্যাৎ ১০ জুনই শুরু হয়ে গেছে এই ফেরানোর প্রক্রিয়া।