এবার করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। বিজেপির নবান্ন অভিযানের পর থেকেই জয় অসুস্থ।
শ্বাসকষ্ট শুরু হওয়ায় সোমবারই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই করোনার চিকিত্সা শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, জয় বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীলই রয়েছে।
বিজেপির নবান্ন অভিযান থেকে ফেরার পরেই অসুস্থ বোধ করেন জয়। জ্বর আসে। কোভিডের অন্যান্য উপসর্গও দেখা দেয়। বাড়িতে থেকেই নিয়মিত চিকিত্সকের পরামর্শ নিচ্ছিলেন।
কিন্তু, সোমবার শ্বাসকষ্ট বাড়লে, আর ঝুঁকি নিতে চাননি চিকিত্সকেরা। বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ভর্তির পর করোনা পরীক্ষা হয়। মঙ্গলবার বিকেলে সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি।