এবার ফুটবল প্রশাসনেও মহারাজ, এটিকে-মোহনবাগান বোর্ডের ডিরেক্টর নিযুক্ত হচ্ছেন সৌরভ
কল্সকাতা, সৌরভ দত্ত: ক্রিকেটার হলেও ছেলেবেলা থেকেই ফুটবলপ্রেমী ছিলেন মহারাজা। খেলা ছেড়ে ক্রিকেট প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ফুটবলের মূল স্রোতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন সাম্প্রতিক সময়ে।
আইএসএলের আবির্ভাব মুহূর্ত থেকেই কলকাতার ফ্র্যাঞ্চাইজি এটিকের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ। যদিও মালিকানার নিরিখে নয়, মহারাজ পরিচিত হয়ে উঠেছেন এটিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে।
অবশেষে সরাসরি ফুটবল প্রশাসকের চেয়ারে বসতে চলেছেন সৌরভ। এটিকের পরিচালকণ্ডলীতে যাঁকে দেখা যেত অ্যাম্বাসাডর হিসেবে, তিনি এবার নবগঠিত এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্সে ঢুকে পড়তে চলেছেন।
প্রাথমিকভাবে সৌরভ এটিকে-মোহনবাগান বোর্ডে থাকছেন না বলেই খবর শোনা গিয়েছিল। তবে, সূত্রের খবর, মহারাজ নিযুক্ত হচ্ছেন অন্যতম ডিরেক্টর হিসেবে। আগামী ১০ জুলাই বোর্ড অফ ডিরেক্টর্সের প্রথম সভা বসতে চলেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার কথা বিসিসিআই সভাপতির।
এটিকে-মোহনবাগান বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। এছাড়া বাকি পাঁচজন ডিরেক্টর হলেন, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, উৎসব পারেখ, গৌতম রায় ও সঞ্জীব মেহেরা। অর্থাৎ, সৌরভ ও গোয়েঙ্কা ছাড়া বোর্ড অফ ডিরেক্টর্সে মোহনবাগানের দু’জন ও এটিকের তিন জন প্রতিনিধি রয়েছেন।
সঞ্জীব গোয়েঙ্কা এটিকে-মোহনবাগান বোর্ডে আসবেন না বলে স্থির করেছিলেন। তবে শেষমেশ সিদ্ধান্ত বদল করেন।