এবার করোনার ওষুধ লঞ্চ করল পতঞ্জলি
নয়াদিল্লি: করোনা ভাইরাসের মহামারী গোটা বিশ্বকে সংক্রমিত করে তুলেছে। এই পরিস্থিতিতে এবার যোগগুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি দাবি করছেন তারা করনার ওষুধ লঞ্চ করতে চলেছেন। পতঞ্জলি যোগগুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণ ঘোষণা করেন প্রেস কনফারেন্সে।
ওষুধ টির নাম করোনিল এবং তাদের দাবি এই ওষুধ করোনাকে হারানোর আয়ুর্বেদিক পদ্ধতি। করোনার সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার সাথে সাথেই চেষ্টা করা হচ্ছিল এই ওষুধ প্রস্তুত করার এবার তারা সফল হয়েছে সেই চেষ্টায় এমনই জানান আচার্য বালকৃষ্ণ।
পতঞ্জলির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ওষুধের পরীক্ষা মূলক কাজ করা হয়েছে পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউ, হরিদ্দার এন্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স জয়পুরের দ্বারা।
তবে, এই ওষুধ কবে থেকে ও কোথা থেকে পাওয়া যাবে সেই বিষয়ে এখনো অব্দি বিস্তারিত কিছুই জানানো হয়নি।