এবার মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন করোনা রোগীদের চিকিৎসা হবে কোভিড হাসপাতালের নিকটবর্তী হোটেলে
স্বাস্থ্যভবন: করোনা মোকাবিলায় রাজ্য সরকার বদ্ধপরিকর। একের পর এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, রাজ্য সরকারের তরফে। এবার করোনা চিকিৎসায় বেডের সমস্যা দূর করতে, মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন রোগীদের জন্য কোভিড হাসপাতলের নিকটবর্তী হোটেলে চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকারের।
উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন রোগীদের হাসপাতালে আসতে হবে না, বাড়িতেই চিকিৎসা করালেই চলবে। তবে ফের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্যবাসীকে চমক দিল মমতা সরকার।
প্রসঙ্গত, রাজ্যের আকাশে করোনার কালো ছায়া দিনে দিনে ঘনীভূত হচ্ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। এমন পরিস্থিতি একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে রাজ্য সরকার।
দিন কয়েক আগেই করোনা চিকিৎসায় ৩ মাসের জন্য বেডের সমস্যা দূর করতে, বেসরকারি হাসপাতাল গুলির জন্য আশেপাশের মৃদু করোনা আক্রান্ত ও বিশেষত বয়স্ক দের জন্য ‘স্যাটেলাইট সুবিধা’ অনুমোদন করেছিল রাজ্য সরকার।