এবার করোনার হানা রেখার বাংলোয়, সিল করল প্রশাসন
মুম্বাই: এবার অভিনেত্রী রেখার স্প্রিং সি বাংলো সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরসভা সূত্রের খবর, খ্যাতনামা বলিউড অভিনেত্রীর বাংলোয় এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনার প্রমাণ মিলেছে। এর পরেই বান্দ্রার ওই বাংলো সিল করে দেওয়া হয়েছে।
বলিউড সূত্রে জানা গিয়েছে, রেখার ওই বাংলোর দায়িত্বে দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন।
তাঁদেরই এক জন কোভিড আক্রান্ত। বৃহন্মুম্বই পুরসভা বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে রেখার বাংলোটিকে কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে এসেছে।