এবার নবান্নের ৪ আমলার গাড়ি চালকের শরীরে মিলল করোনা পজিটিভ
নবান্ন: ধীরে ধীরে লকডাউন শিথিল হলেও কমছে না করোনা সংক্রমনের হার। ফের নবান্নের ৪ আমলার গাড়ি চালকের সংক্রমনের খবরে করোনা আতঙ্ক ছড়িয়েছে নবান্নের ১৪ তলার অন্দরমহলে। আর যেখানেই বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সচিবালয় ও। ফলে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক কর্তার সহকারীর গাড়ি চালকের শরীরে মিলেছে করোনা ভাইরাস, এছাড়াও মুখ্যসচিব এর দপ্তরের এক আমলার গাড়ি চালকও করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে। প্রশাসনের শীর্ষ মহল থেকে সেই আমলা আধিকারিক ও তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নে ফের শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ। নবান্নের ১৪ তলার ক্যান্টিন ও আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্যান্টিন সংস্থার কোনও কর্মী যেন এক তলা থেকে আর এক তলায় না যায়।