এবার ৩ মাসের নোটিসে যেতে পারে সরকারি চাকরি, ঘোষণা কেন্দ্রীয় সরকারের
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে প্রায় সাত লাখ পদ শূন্য। অর্থাৎ, অবসর নেওয়া সাত লাখ কর্মচারীর শূন্যস্থান পূরণ করা হয়নি। দু’বছরও কাটেনি তারপর। এবার সরকারি কর্মচারীর বহর আরও কমাতে সমস্ত অফিসে ‘আগাম অবসর’ চালু করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
৫০ অথবা ৫৫ বছর অতিক্রম করেছেন এমন কর্মচারীদের মধ্যে যাঁরা ৩০ বছর বা তারও বেশি সময় চাকরিতে আছেন, তিন মাসের নোটিসে তাঁদের চাকরি থেকে বসিয়ে দিতে পারে সরকার।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকা কর্মিবর্গ ও প্রশিক্ষণ দপ্তর (ডিওপিটি)। গত শুক্রবার জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বার্থে যে কোনও কর্মচারীকে অবসরের নির্ধারিত বয়সের আগেই চাকরি থেকে বসিয়ে দিতে পারে সরকার।
কেন্দ্রীয় সরকারের চাকরিতে এখন অবসরের বয়স ৬০। ৫০ কিংবা ৫৫ বছরের বেশি বয়সি যে কর্মচারীরা ইতিমধ্যে ৩০ বছর চাকরি করেছেন, ‘আগাম অবসর’ প্রকল্পের জন্য আপাতত দ্রুত তাঁদের নামের তালিকা তৈরি করে ফেলতে বলা হয়েছে সমস্ত দপ্তরকে।