এবার গান গেয়ে সোশ্যাল ডিয়ায় মিভাইরাল প্রিয়া প্রকাশ
সেই তিখি নজর, কাতিল আদায়ে। দুবছর আছে চোখের জাদুতে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ২০১৮ সালে প্রিয়া প্রকাশ অভিনীত মালায়লম ছবি ”ওরু আদর লাভ’ সিনেমার একটি গানের দৃশ্যে প্রিয়ার ভুরুর ওঠানামা বহু পুরুষের হৃদয়কে বিদ্ধ করেছিল।
আর তারপরই সেই গানের দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। গানটি ইউটিউবে ট্রেন্ড করতে শুরু করে এবং উঠে আসে ১ নম্বরে। আর সেই গানেই অভিনয় করে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পপ্রিয়া প্রকাশ।
১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়। তাঁর চোখের ইশারায় কাবু হয়নি এমন কোন পুরুষ নেই। এমনকি কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর পর্যন্ত তার চোখের ইশারার ফ্যান হয়ে গিয়েছিলেন। তিনি তো বলেই বসেছিলেন প্রিয়াকে আগে দেখলে নায়িকা করে নিতাম।
তবে, এবার অভিনেত্রী চোখের ইশারায় নয় গানের মাধ্যমে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাকে লাল রঙের শাড়িতে দেখা যাচ্ছে। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউস ও মিষ্টি সাজে দেখা গেছে প্রিয়াকে।
সেখানে তিনি হাতে ফোন নিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘চান্দা মেরে আ’ গানে গলা মেলালেন। সঙ্গে সাধ দিলেন তার বন্ধুরাও। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।