এবার কালীঘাটে করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক
কালীঘাট: রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনার প্রকোপ। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই করোনা আক্রান্ত। ফলে বিপদ একবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায়।
দক্ষিণ চব্বিশ পরগণার বিধায়ক এই করোনা আক্রান্ত। আর বাড়ি দক্ষিণ কলকাতার হরিশ চন্দ্র চ্যাটার্জি স্ট্রিট এলাকায়। করোনা উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য দপ্তরের থেকে এসে ওনাকে নিয়ে যাওয়া হয়, এবং তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
প্রথমে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর ওই বিধায়ক এখন অনেক স্থিতিশীল। তার ফ্ল্যাট ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন ও ফ্ল্যাটের বাইরে রয়েছে কড়া নিরাপত্তায়।