Read Time:47 Second
Bike Theft
লড়াই ২৪ : কাকিনাড়া এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইক সমেত ৩ জন বাইক চুরি চক্রের ঘটনার সঙ্গে যুক্ত যুবককে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ।
গারুলিয়া এলাকায় তল্লাশি চালিয়ে মহ: সিরাজ,শেখ: আমীম আহমেদ,মহ: জোহরকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতেই ধৃতদের বৃহস্পতিবার নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয় ।
পুলিশের তরফ থেকে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে আদালতের কাছে।