বিশ্বকর্মা পুজোর দিনে উড়ো ফোনে টাইম বোমাতঙ্ক, খবর গেল বোমস্কোয়াডে
মেদিনীপুর, পাশকুড়া: বিশ্বকর্মার পুজোর দিন টাইম বোমাকে ঘিরে চরম আতঙ্ক ছড়াল পাঁশকুড়ার শেরহাটি গ্রাম।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক প্রসিদ্ধ সিমেন্ট রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের কাছে উড়ো ফোন আসে। কার্তিক বাবুর দাবি, ফোনের ওপ্রান্তে থাকা হিন্দি ভাষী এক ব্যক্তি জানায়, গোডাউনে কী আছে দেখে আসতে। কথামতো ডোডাউনে যেতেই চক্ষু চড়কগাছ হয় কার্তিকবাবুর।
তিনি দেখেন দুটি টাইম বোমার আকৃতির কোনও বস্তু। এরপরই পাঁশকুড়া থানার পুলিশকে বিষয়টি জানান ওই ব্যবসায়ী। দুপুর নাগাদ বিশাল ঘটনাস্থলে পুলিশবাহিনী আসে। তাঁরা এলাকা ঘিরে রেখেছে। তখনই খবর দেওয়া হয় বোম্বস্কোয়াডে। ঘটনাস্থলে তাঁরা এলে, উদ্ধার কাজ চলছে বলে জানানো হয়।
(এ খবরটি আপডেট হবে। বেল আইকনে ক্লিক করে আপডেট পান)