ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর এর বাসিন্দা বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন জ্বরে, করোনার আতঙ্কে কোনও গাড়ি, এমনকি এম্বুলেন্সও তাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি, ফলে বিপদে পড়েন তিনি।
অবশেষে পুরো ঘটনাটি জেনে গোপীবল্লভপুর এর ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি সত্যকাম পট্টনায়ক পিপিই জোগাড় করে মোটর বাইকে করে ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ নিয়ে যান বাড়ি থেকে হাসপাতালে। তার এই মানবিক উদ্যোগ ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
সত্যকাম পট্টনায়ক পরে জানান, এই আবহে বেশ কিছুদিন ধরে জ্বরে ভোগার ফলে কেউই তাকে হাসপাতালে নিয়ে যেতে সাহস করে এগোচ্ছিলেন না।
বর্তমানে ওই ব্যক্তি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এবং তার করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।