লড়াই ২৪ ডেস্ক: রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে টুইটারে কটাক্ষ করলেন কৃষ্ণনগরের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, “আঙ্কলজি বলেছেন যে, উনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না।” উল্লেখ্য, এদিন রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠান। রাজ্যপালের সেই চিঠিকে ঘিরে নবান্ন ও রাজভবনে ফের সংঘাত বাঁধে। দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপ্র্যপূর্ণভাবে বাংলায় ভোট পরবর্তী হিংসাকে নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে তিনি অভিযোগ করেছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলেছে, অথচ এই নিয়ে আপনি আশ্চর্যজনক ভাবে নিষ্ক্রিয় এবং নীরব। রাজ্যপালের আরও অভিযোগ, কড়া চিঠি মাধ্যমে বার বার দৃষ্টি আকর্ষণের পরও মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনোরকম বৈঠক বসাচ্ছেন না।
আরও পড়ুন….আজ থেকে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা
রাজ্যপালের কড়া চিঠির জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। এদিন টুইট মাধ্যমে বলা হয়েছে, যাবতীয় নিয়মনীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরই সঙ্গে টুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তুর সঙ্গে প্রকৃত ঘটনার সামঞ্জস্য নেই। চিঠিতে করা অভিযোগ মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে স্তম্ভিত রাজ্য সরকার।
প্রসঙ্গত, এবার রাজ্যপালকে কটাক্ষ করে টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর আগে তিনি রাজ্যপালের বিরুদ্ধে টুইটারে স্বজনপোষণের অভিযোগ তোলেন। তার জবাবে পাল্টা টুইট করে রাজ্যপাল জানান, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের কথা তথ্যগত ভাবে ভুল। এর জবাবে মহুয়া প্রশ্ন তুলেছিলেন, কীভাবে, কোন পথে রাজভবনে ঢুকলেন?