মুর্শিদাবাদ: এবার করোনায় আক্রান্ত হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক মহঃ আখতারুজ্জামান। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে কলকাতায়।
পরিবারের সূত্রে জানা গিয়েছে করোনার অনেক উপসর্গ ছিল তার মধ্যে। যার ফলে আগের থেকেই ঘরবন্দি হয়ে যান তিনি। রবিবার থেকে অসুস্থ ছিলেন ঐ বিধায়ক।
বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলে তাকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সস্ত্রীক কলকাতায়। তাঁর স্ত্রী ও সন্তানের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
করোনার কবলে পড়েছেন একাধিক তৃণমূলের বিধায়ক। যাদের মধ্যে মৃত্যু ঘটেছে ফলতার এক বিধায়কের।