Raj chakraborty and June malia
লড়াই ২৪ ডেস্ক: বিধানসভার তথ্য সংস্কৃতি সংক্রান্ত আইএনসিএ কমিটিতে নয়া দায়িত্বে আসীন হলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। বিধানসভার এই কমিটির পাশাপাশি তৃণমূলের সাংস্কৃতিক সেলের দায়িত্বেও রয়েছেন রাজ চক্রবর্তী। দুজনেই দীর্ঘদিন ধরে যুক্ত বাংলার সাংস্কৃতিক জগতের সঙ্গে। কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের দায়িত্ব রাজ চক্রবর্তী সামলাচ্ছেন বিগত কয়েক বছর ধরে। অপরদিকে জুন মালিয়া এই বছর ভোটের ময়দানে নামলেও, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন বহু বছর ধরে।
আরও পড়ুন…..ফের করোনা নিয়ে উদ্বেগের পরিস্থিতি, বাড়ল দৈনিক সংক্রমণ
দুজনের ক্ষেত্রেই এবারের ভোটের ময়দানটা ছিল বেশ কঠিন। বিশেষত ব্যারাকপুর যা কি না অর্জুন সিং-এর হাতের তালু সেই জায়গায় তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে জয় হাসিল করেছেন রাজ চক্রবর্তী। অবশ্য জয়ের পর যে থেমে গেছেন এমনও নয়। ব্যারাকপুর এলাকায় মাঝে মধ্যেই যাতায়াত রাখছেন, তার সাথে এলাকায় উন্নয়ন মূলক কাজও করে চলেছেন।
নতুন দায়িত্ব রাজ চক্রবর্তী জানিয়েছেন, “গোটা রাজ্যের একাধিক জায়গায় আমরা দেখেছি প্রচুর সম্ভাবনাময় ছেলে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নতি হলে সামাজিক ভাবেও সমৃদ্ধ হওয়া যাবে। সেই চেষ্টাই করব।” অন্যদিকে জুন মালিয়া জানিয়েছেন, “আমার বিধানসভা এলাকায় আদিবাসী ভাই বোনেরা খেলাধূলায় দক্ষ। কিন্তু সঠিক সময়ে প্রশিক্ষণ না পেলে তাঁরাও এগিয়ে যেতে পারে না। এই কমিটির মাধ্যমে আলোচনা করে আমরা এগোতে পারব সকলে।”