লড়াই ২৪ ডেস্ক: মুর্শিদাবাদে ফের হত্যাকান্ড। খুন হল আর এক তৃণমূল নেতা। শুক্রবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে কুরনুরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোস্তাফা শেখ। বড়ঞা থানা এলাকার সুন্দরপুর মোড়ের কাছে এই ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখনো গ্রেফতার কড়া হয়নি কাউকে। তবে অভিযোগ আসছে বিজেপির দিকে।
আরও পড়ুন………………বিটকয়েন দিয়েই কেনা যাবে পিৎজা, কফি, আইসক্রিম
মুর্শিদাবাদের শ্রীরামপুরে বাড়ি এই তৃণমূল নেতার। কুরনুরুন গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি। প্রতিদিনের মতোই বাজার করতে গিয়েছিলেন সুন্দরপুর মোড়ের কাছে। তবে বাড়ি ফেরার পথে হটাৎই আক্রমণের মুখে পড়ে। চৈত্রপুর-রাজহাট গ্রামের মাঝে মাঠে তাঁকে তাঁরা করে দুজন দুষ্কৃতী। তারপর চলে বোমাবাজি। বোমাবাজির আঘাতে বাইক থেকে পড়ে যান তৃণমূল নেতা। তারপর তাঁকে নিক্ষেপ করে চালানো হয় এক রাউন্ড গুলি। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। তারপর ধান খেতের পাশে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।