নদীয়া: ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ রাজ্যের ন্যায্য পাওনা টাকা না দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করল নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস।
ব্লক ও টাউনে বিকাল ৪টে থেকে ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশ নেয় বহু তৃণমূল কর্মী ও ব্লকের সাধারণ মানুষ।
জেলার বিভিন্ন প্রান্তে চলা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাংসদ ও নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র, বিধানসভার বিধায়ক, ব্লক / টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীসমর্থকবৃন্দরা।