কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃনমূলের বিক্ষোভ মিছিল
কৃষ্ণনগর: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুর ৩টেয় কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও সভা অনুষ্ঠিত হল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। স্পষ্ট ভাষায় দাবি, সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের নবতম হলো কৃষি বিল ২০২০।
উল্লেখ্য, কেন্দ্র অর্ডিন্যান্স আগেই করেছিল এখন সংসদের উভয় কক্ষে পাশ করিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। এরই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে, কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল পাশের বিরুদ্ধে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সুজয় হালদারের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে ও পোষ্ট অফিস মোড়ে বিক্ষোভ সভা করে। সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা, কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শশীগোপাল সরকার, নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল চৌধুরী, শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক সহ অন্যান্য নেতৃত্ব।মিছিলে অংশ নেন তৃণমূলের ছাত্র যুব কর্মীরা।