দক্ষিণ দিনাজপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচন আসন্ন আর তারই প্রাক্কালে ভোটের দামামা বেজে উঠেছে দিকে দিকে। রাজ্যজুড়ে বর্তমান শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা প্রচার ও জনসভা মাঠে নেমে শুরু করেছেন।
পাশাপাশি গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রশাসিত বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীরা রাজ্যে বারবার জনসভা করতে আসছেন, পাশাপাশি বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্তারাও রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে জনসভা করছেন। এইসবের মাঝেই কেন্দ্রের অপশাসন, বঞ্চনা বিজেপির হঠকারিতা নানান সিদ্ধান্ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নানান অপশাসন এইসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন দুপুর ১ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মিতা সিনেমা হল থেকে শুরু করে ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা সারা শহর পরিক্রমা করে। পাশাপাশি গঙ্গারামপুর শহরের হাইরোডে এসে সেই মিছিল শেষ হয় এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়। এদিন এই প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, ছিলেন গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীসহ বিপুল পরিমাণে ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান,কেন্দ্রের হঠকারী সিদ্ধান্ত, লাগামহীন পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি, অপশাসন, বঞ্চনা এসবের প্রতিবাদে আমরা পথে নেমেছি যা জনসমুদ্র প্লাবিত হয়েছে ছাত্র-ছাত্রীদের প্রগতি শিক্ষার প্রগতি তৃণমূল ছাত্র পরিষদের। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ দেবো পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ৬টির ৬ টি বিধানসভায় তৃণমূল জিতবে আশাবাদী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।