মালদা: উত্তরপ্রদেশের ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বাংলার জেলায় জেলাতেও উঠছে দোষীদের কঠোর শাস্তির দাবি। এরই মধ্যে শুক্রবার প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল যুব এবং ছাত্র পরিষদের মালদার মানিকচক ব্লকের যুব ও ছাত্র পরিষদের পক্ষ।
মানিকচক ব্লক মথুরাপুরে এই প্রতিবাদ ধিক্কার মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচক ব্লক ছাত্র পরিষদ তৃণমূল সভাপতি রেজাউল আলি ।
তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে মথুরাপুর ব্যাঙ্ক মোড় পর্যন্ত এই মিছিল হয়। উত্তরপ্রদেশে বিজেপি সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ষণ কাণ্ড নিয়ে তৃণমূল নেতৃত্ব ধিক্কার জানায়।