করোনা রুখতে বাজারে হীরে বসানো মাস্ক, দাম লক্ষাধিক
গান্ধীনগর: করোনায় মাস্ক পড়া রীতিমতো আবশ্যক হয়ে পড়েছে। সেই সঙ্গে বাজারে পাল্লা দিয়ে আসছে একের পর এক মাস্ক।
তবে, এবার দেখা মিললো হীরের তৈরি মাস্কের। সুরাতের একটি সোনার দোকানে এই মাস্ক দেখা যায়।
দোকানের মালিক দীপক চোকসি জানান ” এক ব্যাক্তি তাঁকে বর ও কনের জন্য নতুন ধরনের মাস্ক তৈরির কথা বলেন এরপরেই তার মাথায় হীরের মাস্কের কথা আসে “।
তিনি জানান ” নানান মূল্যের মাস্ক আছে ১.৫ লক্ষ থেকে শুরু করে ৪ লক্ষ মূল্যের পর্যন্ত। আমেরিকান ডায়মন্ড বসানো সোনার মাস্কের মূল্য ১.৫ লক্ষ টাকা, এছাড়া, হোয়াইট গোল্ডের উপর হীরে বসানো মাস্কের মূল্য ৪ লক্ষ টাকা পর্যন্ত “।
তবে, এই মাস্কে কাপড়ের ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য কিছুদিন আগেই পুনের এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় রুপোর তৈরি মাস্ক দেখে সোনার দোকানে বায়না দিয়ে সোনার মাস্ক বানিয়েছিলেন । ওই ব্যক্তি ছোট থেকেই সোনার গহনা পছন্দ করতেন।