Gold Price
লড়াই ২৪ ডেস্ক: পুজোর আগেই সোনার দামে দেখা গেল বৃদ্ধি। তিন ধরণের সোনার দামই আজ ঊর্ধ্বমুখী, ২৪ ক্যারেট খাঁটি সোনা, ২২ ক্যারেট সোনা ও ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা। অবশ্য, সোনার পাশপাশি আজ দামে আকাশচুম্বি রুপোও। জেনে নিন কলকাতায় সোনার কী দাম-
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম-
আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪৮০০ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রাম সোনার মূল্য ৪৮০০০ টাকা। গতকালে প্রতি গ্রামে দাম ছিল ৪৭৬৫ টাকা। অর্থাৎ একদিনে বৃদ্ধি পেয়েছে ৩৫ টাকা।
Read more………………লোকসভা ও রাজ্যসভা মিলে পথ চলা শুরু সংসদ টিভির, সঞ্চালনায় থাকবে থারুর, প্রিয়াঙ্কা
কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম-
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪৫৫০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৪৫৫০০ টাকা। গতকাল প্রতি গ্রামে দাম ছিল ৪৫১৫ টাকা। সুতরাং একদিনে প্রতি গ্রামে দাম বৃদ্ধি পেয়েছে ৩৫ টাকা।
কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দাম-
আজ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দাম ৪৬২৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৪৬২৫০ টাকা। গতকাল এই দাম ছিল ৪৫৯০ টাকা। সুতরাং একদিনে দাম বৃদ্ধি পেয়েছে ৩৫ টাকা।
Gold Price