আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, ৭০ বছর পূর্ণ করে ৭১-এ পা দিলেন তিনি
নয়াদিল্লি:মহলয়া ও বিশ্বকর্মা পূজোর পাশাপাশি আজ আরও একটি বিশেষ দিন। আর তা হল আজ আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। ৭০ বছর পূর্ণ করে ৭১-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম হয় তাঁর। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রান্তপ্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী– দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর।
ঘড়ির কাঁটা ১২টা বাজতেই প্রধানমন্ত্রীর জন্মদিন সেলিব্রেট শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও বাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।
একাধিক বিজেপি শাসিত রাজ্যের সরকারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে। মোদীর নিজের রাজ্য গুজরাতের সুরাতে ৭০ হাজার গাছের চারা লাগিয়ে জন্মদিন উদযাপিত হওয়ার কথা।
এছাড়া, প্রধানমন্ত্রীর মঙ্গলকামনায় একাধিক জায়গায় পুজো, হোম-যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। মোদীর মঙ্গল কামনায় ত্রিপরাশ্বরী মন্দিরে আরতি ও যজ্ঞ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ প্রায় দেড় দশক গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোদী। তারপর ২০১৪-র ভোটে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ে বিজেপি।
অনেকের মতে, এই রকম বলিষ্ঠ ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী আগে দেখেনি দেশ। এর পাল্টা আবার অনেকে বলছেন এমন দেখনদাড়ি প্রধানমন্ত্রীকেও আগে কখনও দেখেনি ভারতবাসী।
তবে নানান চড়াই-উৎরাই পেরিয়ে আজ ৭০আর গণ্ডি পেরিয়ে ৭১ এ পা দিলেন প্রধানমন্ত্রী।