কলকাতা: রাজ্য জুড়ে চলছে আজ পূর্ণ দিবস লকডাউন। চলতি মাসের এটি দ্বিতীয় লকডাউন।
এই লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন রীতিমতো কড়া ভূমিকা নিয়েছে। সকাল থেকেই শুনশান রাস্তাঘাট। শুক্রবার রাস্তায় প্রচুর মানুষ ছিলেন, সে কারণে মনে করা হচ্ছে, লকডাউনের কথা মাথায় রেখেই মানুষ যাবতীয় কাজ সেরে রেখেছেন।
করোনা সংক্রমণে রাশ টানতে সপ্তাহে দু’দিনের এই লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সপ্তাহে দু;দিন হচ্ছে এই লকডাউন।
এই মাসে আপাতত ঘোষণা অনুযায়ী ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ লকডাউন রয়েছে।