ওয়াশিংটনঃ মঙ্গলের আকাশে এই প্রথম হেলিকপ্টার ওড়ানোর পরিকল্পনা ছিল নাসার। পরিকল্পনা মাফিক শুক্রবার তার পরীক্ষা ছিল। সেখানেই হেলিকপ্টারটির ডানায় সমস্যা দেখা দিলে পরীক্ষা বন্ধ হয়ে যায়। এবং তা ১৪ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে হয়। সমস্যার সমাধান করতে মরিয়া হয়ে উঠেছে নাসা। পরীক্ষায় ইনজেনুইটি নামের হেলিকপাটার টি কোনো ক্ষতি হয়নি বলে জানায় নাসা। আজ ফের পরীক্ষায় নামবে নাসা।
সাধারণ ভাবে দেখলে ভিন গ্রহে কপ্টার ওড়ানো কাজ সহজ বলে মনে হতেই পারে , কিন্তু এই কাজটি প্রথমবার করা ততটাই কঠিন যতটা বিশ্বের প্রথম এরোপ্লেন ওড়ানো। কিন্তু প্রশ্ন আসছে মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়াতে কেন বেগ পাচ্ছেন বিজ্ঞানীরা ? উত্তরে আসে , মঙ্গলগ্রহের মাটির টান পৃথিবীর থেকে কম। পৃথিবী থেকে ১.৮ কেজি ওজনের কপ্টারটির পার্সিভিয়ারেন্স রোভারে সাহায্যে পাঠানো হয়েছে , মঙ্গলে তার ওজন মাত্র ৬৭৫ গ্রাম।
এক নতুন চ্যালেঞ্জের মুখে পরে নাসার বিজ্ঞানীরা। মঙ্গলের বায়ুর চাপ পৃথিবীর বায়ুর চাপের তুলনায় কম । মঙ্গলের এতো কম ঘনত্বের বাতাসে হেলিকপ্টার টাকে ওড়াতে ওই হেলিকপ্টার টিকে পৃথিবীর যেকোনো হেলিকপ্টারের ডানার তুলনায় বেশি জোরে ঘোড়াতে হবে । শুক্রবার নাসায় তারই পরীক্ষায় পাস করতে পারল না ইনজেনুইটি নামক হেলিকপ্টারটি । হেলিকপ্টারটির ডানা জোরে ঘোরানোর ডানায় সমস্যা দেখা দেয় এবং পরীক্ষা থামিয়ে দেওয়া হয়।