Corona Case Updates
দিল্লি: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী মৃত্যুর হার। মঙ্গলবার প্রায় ৬৬ দিন বাদ সংক্রমণ ১ লক্ষের নীচে নামলেও আজ আবার তা ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। করোনার বলি হয়েছে ২,২১৯ জন। দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন।
আরও পড়ুন….ঘণ্টা খানেকের মধ্যে শুরু হতে চলেছে বৃষ্টিপাত
তবে সংক্রমণের তুলনায় বেশ খানিকটা বেশি সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। অদ্যাবধি দেশে টিকাকরণের সংখ্যা ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন।
এদিকে খুব শীঘ্রই শুরু হবে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। সুপ্রিম কোর্টের চাপে বদলে গেল কেন্দ্রের টিকাকরণ নীতি। অপরদিকে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, টিকাকরণে গতি আনতে মোট ৪৪ কোটি ভ্যাকসিন ডোজের বরাত দেওয়া হয়েছে।
Corona Case Updates