Weather Forecast
কলকাতা: দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের অশনি সংকেত। ইয়াস ক্ষয়ক্ষতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। এরই মধ্যে ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। তার জেরে বৃহস্পতিবার থেকে চলবে বৃষ্টিপাত।
মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে আগামী ১০ই জুন থেকে শুরু হবে বৃষ্টিপাত। চলবে ১৪ই জুন পর্যন্ত। উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়বে ঢেউয়ের উচ্চতা। এই চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। বাড়বে জোয়ারের জলস্ফীতি।
আরও পড়ুন…..৬৬টি দিন পর সংক্রমণ ১ লাখের নীচে
এই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় গতকাল রাত থেকে কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের উদ্দেশ্যে নবান্ন থেকে জারি হয়ে গেছে সতর্কতা।
নবান্ন তরফে জানানো হয়েছে, সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনা এবং উপকূলবর্তী এলাকায় বিশেষত কাঁচা বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করছে জেলাশাসক। এমনকি যেসব জায়গায় ইয়াসের পর ভাঙা বাঁধ সারানো হচ্ছিল, সেই কাজগুলোও আপাতত স্থগিত রাখা হল।
প্রসঙ্গত, আজ শহরের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।
Weather Forecast