লড়াই ২৪: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বাঙালি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটর কবলে পড়লেন তিনি। একটি ১২ চাকার লরি ধাক্কা মারল অভিনেত্রীর গাড়িতে।
জানা গিয়েছে, এদিন সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন সায়ন্তিকা। পশ্চিম বর্ধমানের কাছে রাজবাঁধ এলাকায় নায়িকার গাড়িতে ধাক্কা মারে গাড়িটি।
সূত্রের খবর, দুর্ঘটনার জেরে হাতে গুরুতর চোট পান নায়িকা। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
তাঁর দুর্ঘটনার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ফ্যানেরা। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে কলকাতা না এসে বাঁকুড়া ফিরে গিয়েছেন অভিনেত্রী।