ধারের টাকা ফেরত চাইতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন মহিলা
টালিগঞ্জ: ধার দেওয়া টাকা ফেরৎ চাইতে গিয়ে নৃশংসভাবে খুন হতে হল এক পরিচারিকাকে। শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের কাছে সাদার্ন অ্যাভিনিউতে। খুনের পর দেহ লোপাটের চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে অভিযুক্ত। তদন্তে নেমেছে টালিগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, লক্ষ্মী দাস নামে এক মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিল শিবশংকর সাউ নামে এক ব্যক্তি। সেই টাকা ফেরতের জন্য তাকে চাপ দিচ্ছিলেন লক্ষ্মীদেবী।
এরপর শুক্রবার রাতে টাকা ফেরত দেওয়ার নাম করে লক্ষ্মীকে সাদার্ন অ্যাভিনিউ থেকে একটি অ্যাপ ক্যাবে তুলে নেয় শিবশংকর। এরপর ক্যাবের মধ্যেই লক্ষ্মীর গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়।
পুলিশ সূত্রে আরও খবর, লক্ষ্মীর মৃত্যু নিশ্চিত করার পর প্রমাণ লোপাট করতে দেহ বাইপাসের ধারে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দেয় শিবশংকর।
তবে, প্রমান লোপাটের চেষ্টা করেও লাভ হয়নি কোন। খবর পেয়েই টালিগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে হাতে হাতে ধরে অভিযুক্তকে। তবে, এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে কলকাতা শহরের রাতের নিরাপত্তা নিয়ে।