নয়াদিল্লি: করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হচ্ছিল লাগাম ছাড়া। এবার জনগণকে তাতে রাশ টানার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা জানিয়েছেন, ‘এই অনিশ্চিত সময়ে এমন এক ভয়াবহ ভাইরাস আক্রমণ হবে, কেউ ভাবতে পারেনি। সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন, নিয়মিত গরম জল পান করুন এবং বার বার হাত ধুয়ে ফেলা অভ্যাস করুন। অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না।’
বিশেষজ্ঞরা অবশ্য আগেই এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন, দেখা গেছে অতিরিক্ত স্যিনিটাইজার ব্যবহারে হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হয়। তবে সাবানের ক্ষেত্রে সে সম্ভাবনা অনেকটা কম।