নৈহাটি-হালিশহরে টর্নেডো! রইল VIDEO
Tornado at naihati
নৈহাটি : ইয়াস-এর আগে ভয়াবহ টর্নেডোর সাক্ষী থাকল নৈহাটি-হালিশহর- ব্যান্ডেল এলাকা। যার জেরে বিধ্বস্ত কমপক্ষ ৫০ টি বাড়ি। তবে ঘটনার জেরে এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সাইক্লোন (Cyclone) ইয়াস (yash) এখনও রয়েছে সমুদ্রের মাঝেই। ধর্মা থেকে পূর্বে রয়েছে এর অবস্থান। তারই প্রভাবে ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে বুধবার ভোর রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বেলা যত বাড়ছে তত বাড়ছে বৃষ্টিপাতের (Rain) পরিমাণ সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়া। দিঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস।
ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এই ঝড়ের ফলে কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।
অন্যদিকে উত্তাল সাগর। রাতভর ঝড়ে একাধিক কাঁচা বাড়ি ভেঙেছে। সকাল থেকে সাগরদ্বীপ জুড়ে চলছে ব্যাপক ঝোড়ো হওয়া। এর পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত। প্রশাসনের পক্ষ থেকে সাগরের গ্রামবাসীদের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে। আজ যাতে কেউ বাইরে না বের হন সেকথাই বারবার মাইকিং এর মাধ্যমে গ্রামবাসীদের জানানো হচ্ছে।
Tornado at naihati

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন