পথ দুর্ঘটনায় টোটো উল্টে জখম ৪
মেদিনীপুর: রবিবার সন্ধ্যেবেলায় ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হোসেনপুরে একটি টোটো আর সাইকেলের ধাক্কা লাগে। ঘটনায় জখম টোটো চালক সহ টোটোর তিন আরোহী। আহত সাইকেল চালকও।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ টোটো ও সাইকেল উভয়ই নাড়াজোলের দিকে যাচ্ছিল। সেই সময় সাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ টোটো রাস্তার উলটে পড়ে। সাইকেল আরোহীও উল্টে যান।
ঘটনায় টোটো চালক, যাত্রী ও সাইকেল আরোহীসহ কমবেশি জখম হয়েছেন মোট ৪ জন।
স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। রাস্তা থেকে দুর্ঘটনা গ্রস্থ টোটোটিকেও তারা তুলে দেয়। স্থানীয়রা জানান, টোটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন।