আনলকের পঞ্চম পর্বে আজ থেকে বদল রেলের রিজার্ভেশনের নিয়ম
নয়াদিল্লি: করোনা সংক্রমণের কারণে রিজার্ভেশন পদ্ধতিতে বেশ কিছু বদল এনেছিল ভারতীয় রেল। কিন্তু আনলকের পঞ্চম পর্বে, আজ শনিবার থেকে রিজার্ভেশন সংক্রান্ত পুরনো নিয়মই বলবৎ করছে রেল।
যাত্রীদের সুরাহা দেওয়ার জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে দ্বিতীয় রিজার্ভেশন তালিকা ঝোলানো হবে।
কোভিড পর্বে প্যাসেঞ্জার ট্রেন চলার শুরুর সময়ে এই নিয়ম বদল করা হয়েছিল। এতদিন পর্যন্ত দু’ঘণ্টা আগে এই তালিকা ঝোলানো হচ্ছিল। কিন্তু আজ থেকে কোভিড পূর্ববর্তী অবস্থার নিয়ম ফের শুরু হচ্ছে।
কোভিড পরিস্থিতির কারণে চার ঘণ্টা আগে রিজার্ভেশনের প্রথম তালিকা ঝোলানো হচ্ছিল। তারপর বুকিং, বাতিল, ওয়েটিং লিস্ট অনুযায়ী দ্বিতীয় তালিকা টাঙানো হচ্ছিল দু’ঘণ্টা আগে। আজ থেকে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে টাঙানো হবে প্রথম রিজার্ভেশন তালিকা। এবং আধঘণ্টা আগে দ্বিতীয় তালিকা দেবে রেল।
প্রথম তালিকার পর বুকিংয়ের সুযোগ থাকলে অনলাইন অথবা পিআরএস কাউন্টার থেকে তা করা যাবে। টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়ার যে নিয়ম রয়েছে তা-ই কার্যকর হবে।
ভারতীয় রেল জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবে বিভিন্ন জোন রেল বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল। তা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।